নিজেকে নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন নেইমার!

গেল দুই বছরে চোট সমস্যায় মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি যে, নিজের সামর্থ্য নিয়েই হয়ে পড়েছিলেন সন্দিহান!
ছবি: এএফপি

প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেওয়ার পর থেকে চোট যেন নিত্যসঙ্গী নেইমারের। এই ব্রাজিলিয়ান তারকা ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত একটি মৌসুমও খেলতে পারেননি নির্বিঘ্নে। গেল দুই বছরে চোট সমস্যায় মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি যে, নিজের সামর্থ্য নিয়েই হয়ে পড়েছিলেন সন্দিহান!

সোমবার সাময়িকী ভোগ আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী নেইমার শুনিয়েছেন সেই দুঃসময়ের গল্প। ২০১৭ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান তিনি। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে। কিন্তু বিশ্বের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার প্যারিসে গিয়ে আশানুরূপ পারফর্ম করতে পারছেন কই! এর পেছনে মূল কারণ- বারবার চোটের হানা। এখন পর্যন্ত পিএসজির হয়ে আড়াই বছরেরও বেশি সময়ে মাত্র ৮০টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। আর মাঠে সেরাটা দিতে না পারার জন্য ব্যক্তিগত কিছু সমস্যাকেও দায়ী করেছেন।

সেলেসাও ফরোয়ার্ড সাক্ষাৎকারে বলেছেন, ‘একজন পেশাদার অ্যাথলেটের জন্য চোটের চেয়ে খারাপ আর কোনো কিছু হতে পারে না। গেল দুই মৌসুমে আমি চোটের কারণে ভীষণভাবে ভুগেছি এবং বহুবার নিজেকে নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলাম আমি। একজন অ্যাথলেটের সফলতার ৫০ শতাংশ নির্ভর করে তার মনের ওপর। মন ভালো থাকলে খেলা স্বাভাবিকভাবেই ভালো হয়।’

চলতি বছরের জানুয়ারিতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান কোবি ব্রায়ান্ট এবং তার মেয়ে। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন নেইমার, ‘ব্রায়ান্টের সঙ্গে আমি আমার জীবনের অনেক মিল খুঁজে পেতাম। তাই তার মৃত্যু আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। কোবি যখন প্যারিসে এসেছিলেন, তখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনি যখন একজন খেলোয়াড়ের মধ্যে বাস করা সত্যিকার মানুষটাকে চিনতে পারবেন, এটা অন্য ধরনের একটা সম্পর্কের সৃষ্টি করবে। কোবির সঙ্গে আমার সম্পর্কটা ঠিক তেমনই ছিল, বিশেষ কিছু। আমি মনে করি, ক্রীড়াঙ্গন ও আমাদের সমাজ উভয়েই একজন অসাধারণ মানুষকে হারিয়েছে।’

Comments

The Daily Star  | English

No confrontations, no use of force, Quader warns independents

Awami League General Secretary Obaidul Quader today cautioned the AL leaders running as independents not to engage in confrontations with party nominees or use any force

2h ago