সোয়া ১৮ লাখ মেট্রিক টন চাল-গম কিনবে সরকার
চলতি বোরো মৌসুমে সরকার ১৮ দশমিক ২৫ লাখ মেট্রিক টন চাল ও গম কিনতে যাচ্ছে।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় গতকাল প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, আগামী ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১০ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে ৩৬ টাকা কেজি দরে এবং ১ দশমিক ৫ লাখ টন আতপ চাল কেনা হবে ৩৫ টাকা কেজি দরে।
এছাড়াও, ৬ লাখ টন ধানও কেনা হবে ২৬ টাকা কেজি দরে। ধান কেনা চলবে ২৬ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
পাশাপাশি ৭৫ হাজার টন গমও কেনা হবে ২৮ টাকা কেজি দরে। গম কেনা চলেবে ১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।
Comments