পটুয়াখালীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও চার জন।

নিহত দুই জন হচ্ছেন— গলাচিপা উপজেলার চরকাজল এলাকার দুই নম্বর ওয়ার্ডের ফকরুল হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪৫) ও দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে রফিকুল ইসলাম (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাত ৪টার দিকে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী ফেরিঘাটে বিভিন্ন এলাকার তরমুজ ট্রাকে লোড করা হচ্ছিল। নিহত নেছার তরমুজ গাড়িতে ওঠানোর কাজ করছিলেন। সে সময় একটি ট্রাক ব্যাক গিয়ারে চালালে পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নেছারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকচালককে আটক করে।

এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তারা হলেন— উপজেলার বকুলবাড়িয়া গ্রামের কাওসার (২৮) ও রতনদী তালতলীর নিজহাওলা গ্রামের দুলাল (৩২)। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা নিজ বাড়িতে রয়েছেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

অন্যদিকে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে দশমিনা-পটুয়াখালী সড়কের উত্তর লক্ষ্মীপুর এলাকার মৃধা স’মিলের সামনের সড়কে স্থানীয় যুবকরা গাছ ফেলে রাখায় টমটম উল্টে ঘটনাস্থলে চালকসহ তিন জন গুরুতর আহত হয়। আহতদের দশমিনা হাসপাতালে নিয়ে গেলে টমটমচালক রফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। রাত পৌনে ১২টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত দুই জন হলেন— জামাল কবিরাজ (৩৫), কালাম মৃধা (৩৫)।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন।

Comments

The Daily Star  | English
G7 statement on Israel Iran war

Sirens sounded after missiles launched from Iran, says Israeli army

Trump to decide within two weeks on possible military involvement

12h ago