‘কলকাতায় ২৩ বছর পালিয়ে ছিলেন মাজেদ’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনী আব্দুল মাজেদ বাংলাদেশে আসার আগে ভারতের কলকাতায় ২৩ বছর পালিয়ে ছিলেন।
‘মাজেদ জানিয়েছেন, মার্চের ১৫ কিংবা ১৬ তারিখে কলকাতা থেকে বাংলাদেশে আসেন তিনি। মাজেদ গত ২৩ বছর ধরে সেখানেই পালিয়ে ছিলেন বলে দাবি করেছেন’, আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এসব কথা জানান সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান।
হেমায়েত উদ্দিন বলেন, আত্মস্বীকৃত এই খুনী দাবি করেছেন বঙ্গবন্ধু হত্যায় জড়িত নন তিনি।
তবে নৃশংস হত্যাকাণ্ডের পরপর আত্মস্বীকৃতির সেই ঘোষণার বিষয়ে জানতে চাওয়া হলে উত্তর দেননি তিনি।
ঢাকায় গ্রেপ্তারের কয়েকঘণ্টা পর আজ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে মাজেদকে।
Comments