নার্স করোনা আক্রান্ত, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের দুই নার্স ও এক ওয়ার্ডবয়ের করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্তদের।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে আজ মঙ্গলবার বলেন, গতকাল আইইডিসিআর ওই তিন জনের করোনা শনাক্তের বিষয়টি জানায়। সে কারণেই আপাতত জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে।
তবে, জরুরি বিভাগ বন্ধ থাকলেও, হাসপাতালের বহির্বিভাগ ও অন্যান্য সেবা প্রদান কার্যক্রম চলবে বলে তিনি জানান।
তিনি জানান, নতুন রোগীদের খানপুরে ৩০০ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালে যেতে বলা হয়েছে।
আগামী কাল থেকে জরুরি বিভাগের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
আবাসিক মেডিকেল অফিসার জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এক করোনা রোগী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান। মারা যাওয়ার আগে ওই নারীকে জেনারেল হাসপাতালে আনা হয় প্রাথমিক চিকিৎসার জন্য।
এ ছাড়াও, পরবর্তীতে আরো দুইজন করোনা আক্রান্ত রোগী তথ্য গোপন করে ওই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এসব কারণে জরুরি বিভাগে কর্মরত কয়েকজনকে এর আগেই হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়। তাদের নমুনাও পরীক্ষা করা হয়েছে।
Comments