বার্সায় নিজের অতীত সবাইকে ভুলে যেতে বললেন পেরেজ

ফুটবল ক্লাব বার্সেলোনার একাডেমীর খেলোয়াড় কার্লোস পেরেজ। চলতি মৌসুমে বেশ সম্ভাবনা নিয়েই সিনিয়র দলে এসেছিলেন। অনেকেই ক্যারিয়ারের শেষের পথে থাকা লুইস সুয়ারেজের উত্তরসূরি হিসেবে ভেবেছিলেন তাকে। কিন্তু সেই খেলোয়াড়কেই মৌসুমের মাঝ পথে ইতালিয়ান ক্লাব এএস রোমায় ধারে পাঠায় কাতালানরা। সে অভিমান থেকেই হয়তো এখন সবাইকে বার্সেলোনায় তার অতীতকে ভুলে যাওয়ার অনুরোধ করলেন এ তরুণ।
ফাইল ছবি: এএফপি

ফুটবল ক্লাব বার্সেলোনার একাডেমির খেলোয়াড় কার্লেস পেরেজ। চলতি মৌসুমে বেশ সম্ভাবনা নিয়েই সিনিয়র দলে এসেছিলেন। অনেকেই ক্যারিয়ারের শেষের পথে থাকা লুইস সুয়ারেজের উত্তরসূরি হিসেবে ভেবেছিলেন তাকে। কিন্তু সেই খেলোয়াড়কেই মৌসুমের মাঝ পথে ইতালিয়ান ক্লাব এএস রোমায় ধারে পাঠায় কাতালানরা। সে অভিমান থেকেই হয়তো এখন সবাইকে বার্সেলোনায় তার অতীতকে ভুলে যাওয়ার অনুরোধ করলেন এ তরুণ।

অথচ বার্সেলোনায় পেরেজের শুরুটা ছিল দুর্দান্ত। প্রাক মৌসুমে জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে জোড়া গোল করেই নজরে আসেন। লা লিগারও প্রথম ম্যাচে গোল পেয়েছেন। কিন্তু এরপর কীভাবে যেন সব বদলে যায়। পরে আর গোল পাননি। প্রথম একাদশে তো দূরের কথা, ধীরে ধীরে স্কোয়াডেও জায়গা হারাতে থাকেন। শেষ পর্যন্ত গত জানুয়ারিতে বার্সা ধারে রোমায় খেলতে পাঠায় তাকে।

মাঠে অবশ্য খুব একটা খারাপ খেলছিলেন না পেরেজ। আরেক তরুণ সতীর্থ আনসু ফাতি নজর কাড়েন। একত্রে খুব বেশি তরুণকে সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন না কোচ। তবে পেরেজকে যখন ধারে পাঠায় ক্লাব তখন দলের মূল স্ট্রাইকার সুয়ারেজ পড়েন ইনজুরিতে। এরপর ওসমান দেম্বেলের ইনজুরিতে ফরোয়ার্ড লাইন নিয়েই চিন্তা বাড়ে কাতালানদের। যে কারণে পরে ১৮ মিলিয়ন খরচ করে মার্তিন ব্র্যাথওয়েটকে কিনতে হয়।

আর এসকল কারণেই হয়তো কিছুটা অভিমান করেছেন পেরেজ। যদিও বার্সার প্রতি সম্মান রেখেই কথা বলেছেন তিনি। এমনকি সবকিছুর জন্য ধন্যবাদও জানান এ তরুণ, 'আমি আমার বিদায়ের কারণ জানিনা, তবে আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি এবং অবশ্যই এতো বছর ধরে আমাকে যে পরিচর্যা করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই।'

তরুণ খেলোয়াড়দের বেড়ে ওঠার সুযোগ দেওয়ার চেয়ে মিলিয়ন মিলিয়ন খরচ করে তারকা খেলোয়াড়দের প্রতি আকর্ষণের কারণেই তাকে রোমায় পাঠানো হয়ে বলে মনে করেন পেরেজ। আর তাই পুরনো স্মৃতি সবাইকে ভুলে যাওয়ার আহ্বান করেন তিনি, 'লোকজন একাডেমী নিয়ে কথা বলে, কিন্তু মাঝে মধ্যে তারা মিলিয়ন মিলিয়ন খরচ করতে চায় এবং তরুণ খেলোয়াড়দের উঠে আসার জন্য তাদের সে ধৈর্য নেই। এমনটাই হয়েছে। সেখানে আমার অতীতকে লোকজনদের অবশ্যই ভুলে যেতে হবে।'

তবে বর্তমানে রোমায় বেশ সুখেই আছেন বলে জানান এ তরুণ। এমনকি বার্সেলোনার চেয়ে এ ক্লাবে আরও ভালো কিছু দেখছেন বলে জানান পেরেজ, 'আমি রোমার সাফল্যের কথা ভাবছি। আমার আরও চার বছরের চুক্তি রয়েছে এবং আমি সেই দিকে মনোযোগ দিচ্ছি। বার্সেলোনাতে ফুটবল অসাধারণ, তবে এখানে প্রতিদিন আমি যা দেখছি তার মতো নয়।' 

Comments

The Daily Star  | English

JP headed for yet another split?

Jatiya Party, the main opposition party in parliament, is facing another split centering the conflict between its Chairman GM Quader and Chief Patron Raushan Ershad over MP nominations, party insiders said.

57m ago