শীর্ষ খবর

খাদ্য সহায়তায় হটলাইন নম্বর ৩৩৩

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটির সময় মানবিক ও খাদ্য সহায়তায় জাতীয় হটলাইন নম্বর ৩৩৩ চালু করেছে সরকার।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটির সময় মানবিক ও খাদ্য সহায়তায় জাতীয় হটলাইন নম্বর ৩৩৩ চালু করেছে সরকার।

গত ৫ এপ্রিল এই সেবা চালু করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রামের উপদেষ্টা আনির চৌধুরী জানিয়েছেন, গত দুইদিনে হটলাইন নম্বরে ৫০০০ এরও বেশি কল এসেছে।

ই-কমার্স দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনলাইন আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানান তিনি।

এর আগে, প্রয়োজনীয় তথ্য সবার কাছে পৌঁছে দিতে এই নম্বরটি ব্যবহার করে সরকার।

আনির চৌধুরী জানান, 'সংক্ষিপ্ত কোড চালু হওয়ার পর যাদের খাবার নেই এমন বহু মানুষ এই নম্বরে ফোন করেছেন। আমরা তৎক্ষণাত সেইসব কল সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে ট্রান্সফার করে দিই। তারা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।'

তিনি বলেন, কোথাও কোনো প্রচার ছাড়াই এই নম্বরটি ব্যাপক সাড়া পেয়েছে। সেইসঙ্গে স্থানীয় প্রশাসন প্রয়োজন মেটাতে কাজ করে যাচ্ছেন।

আজকের অনলাইন আলোচনায় আরও অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি সচিব এন এম জিয়াউল আলম।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, 'করোনাভাইরাসের কারণে বাণিজ্যের দিক দিয়ে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ই-কমার্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'  

Comments

The Daily Star  | English

Quake triggers panic, no damage reported

The magnitude 5.6 quake that struck the country in the morning triggered widespread panic, but there was no report of major casualties or damages

1h ago