ঠাকুরগাঁওয়ে এনজিও ম্যানেজারসহ ১৫ জনকে জরিমানা
করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষুদ্র ঋণের কিস্তি তোলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের আঞ্চলিক ম্যানেজারসহ ১৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ম্যানেজারসহ প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভিরুল ইলসাম জানান করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার যে ব্যবস্থা নিয়েছে তাতে দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল না হওয়া পর্যন্ত সকল এনজিওকে ঋণের কিস্তি আদায় থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত এনজিওর অফিসে অভিযান চালিয়ে ঋণ আদায় কার্যক্রম অব্যাহত রাখার প্রমাণ পেয়েছে।
এনজিওটির আঞ্চলিক ব্যবস্থাপক ওয়াকিল আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে বলেন, ঋণের কিছু কাজকর্ম বাকি ছিল, এজন্য অফিসে বসে মাঠকর্মীরা মিলে সেইসব কাজ করছিল। এরপর থেকে কাজগুলো বাড়িতে বসেই করা হবে বলে জানান তিনি।
Comments