বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি আব্দুল মাজেদের মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে।
যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে।
আজ বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল চৌধুরী মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে তাকে অত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর পল্লবী থেকে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি আব্দুল মাজেদকে গ্রেপ্তার করা হয়।
এরপর, মাজেদকে ঢাকা মুখ্য মহানগর হাকিম এ এম জুলফিকার হায়াতের আদালতে নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন:
বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি মাজেদ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
Comments