সিলেটের করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় নেওয়া হচ্ছে
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘ওই চিকিৎসক তার বাসাতেই চিকিৎসাধীন ছিলেন এবং মঙ্গলবার রাতে তার অবস্থা খারাপ হলে তাকে করোনা আইসোলেশনে নিয়ে আসা হয়। আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল বা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হবে।’
গত ৫ এপ্রিল সন্ধ্যায় ওই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন বলে সিলেট স্বাস্থ্য বিভাগকে নিশ্চিত করেছিল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।
Comments