চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে খুন, গ্রেপ্তার ২
চট্টগ্রামের হালিশহরে বাসা থেকে ডেকে নিয়ে শেখ জামাল (৩৬) নামে এক ব্যক্তিতে হত্যার ঘটনায় নিহতের চাচাতো ভাইসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোররাতে নগরের হালিশহর থানার ঈদগাঁ সোনা শাহ মাজার বড়পুকুর এলাকায় ছুরিকাঘাতে খুন হন জামাল।
হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইকবাল ও তার সহযোগী মো. ইসমাঈল।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জামালের সঙ্গে চাচাতো ভাই ইকবালের জমি ও একই এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
জামালের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোররাত সাড়ে ৪ টার দিকে জামালকে বাসা থেকে ডেকে বের করেন তার ভাতিজা শিপন। এসময় ইকবাল, ইসমাঈল ও আরও কয়েকজন জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্বজনরা জামালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে,’ বলেন রফিকুল ইসলাম।
জানা যায়, ২০১৯ সালের ৩১ জানুয়ারি একই এলাকায় জামালকে হত্যার জন্য গুলি করে ইকবাল। এসময় রাস্তা পার হচ্ছিলেন সুমাইয়া নামে এক শিশু। গুলিটি তার পায়ে লাগে।
ওই ঘটনায় ইকবাল ও ইসমাঈলসহ চার জনকে আসামি করে মামলা করেন জামাল। ওই মামলা এখনো তদন্তাধীন।
একই বছরের ২ ফেব্রুয়ারি ইকবালের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক মামলা দায়ের করে। এ মামলায় ইকবালকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।
Comments