এই সময়ের বীর যোদ্ধা, সালাম-শ্রদ্ধা

তিনি নিজেই হৃদরোগী। করোনাভাইরাসে সংক্রমিত হলে নিজের জীবন সংকটে পড়তে পারে ভালো করেই জানেন। তবুও চিকিৎসক হিসেবে কর্তব্য পালনে পিছপা হননি।

তিনি নিজেই হৃদরোগী। করোনাভাইরাসে সংক্রমিত হলে নিজের জীবন সংকটে পড়তে পারে ভালো করেই জানেন। তবুও চিকিৎসক হিসেবে কর্তব্য পালনে পিছপা হননি। 

যার কথা বলা হচ্ছে তিনি কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়মিত কাজ করে চলা ৩৫ বছর বয়সী এক নারী চিকিৎসক।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হবার পর, সহকার্মীদের সঙ্গে তিনিও ওই রোগীর চিকিৎসায় যুক্ত হন। মার্চ মাসের শেষ দিকে এসে হাসপাতালেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তিন দিন অন্য একটি হাসপাতালে কাটিয়ে কোনো বিশ্রাম ছাড়াই আবারও কাজে যোগ দেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘এটা আমাদের কর্তব্য। রাষ্ট্রের প্রতি আমাদের যে অঙ্গিকার এখনই সেটা প্রমাণ করার সময়। এটা পালন করতে হবে। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার যে শপথ নিয়ে আমরা পেশায় ঢুকেছি, সেটা এখন পূরণ করার সময়।’

তার মতো আরও বহু চিকিৎসক ঝুঁকি মেনে নিয়েই এই হাসপাতালটিতে কাজ করছেন। ৬০ জন চিকিৎসক ও ৮৫ জন নার্স রোগীদের দেখাশোনা করছেন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত প্রায় ২০০ রোগী ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এমনকি এখানে কাজ করতে গিয়ে তার এক সহকর্মীর গর্ভপাত হয়েছে বলে জানান তিনি।

এখানকার কয়েকজন চিকিৎসক ও নার্স জানান, করোনা আক্রান্তদের জন্য হাসপাতালটি নির্ধারিত হওয়ার পর থেকেই তারা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। ‘বাসা থেকে বের হবেন না। যদি বের হন তাহলে আর বাসায় ফিরবেন না,’ এমন কথাও কয়েকজনকে শুনতে হয়েছে তাদের প্রতিবেশীদের কাছ থেকে।

ওই নারী চিকিৎসক জানান, প্রতিবেশীদের আপত্তির কারণে সিঁড়ি দিয়ে সাত তলায় ছাদে উঠতে হয় তাকে। ছাদে গোসল সেরে সিড়ি দিয়েই চার তলার বাসায় ঢোকেন। 

‘আমি লিফট ব্যবহার করিনা। লিফট থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। আমার সন্তান ও প্রতিবেশীদের সুরক্ষার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি।’ 

তার মেয়ের বয়স চার ও ছেলের বয়স ছয় বয়স। প্রতিবন্ধী ছেলের বাড়তি যত্নের দরকার হলেও পেশাদারিত্বের ব্যাপারে আপোস করেননি এই মা।

লিফট ব্যবহার না করে প্রতিবেশীদের সংক্রমণের হাত থেকে রক্ষা করা গেলেও নিজের বাচ্চদের থেকে দূরে থাকা কঠিন হয়ে পড়ছিল। তাই এখন বাড়িতে না ফিরে হাসপাতালের পাশে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত একটি হোটেলে থাকছেন তিনি। তার অনেক সহকর্মী পরিবারকে সুরক্ষিত রাখতে হোটেলে থাকতে শুরু করেছেন বলে জানান তিনি।

হাসপাতালের সুপারইনটেন্ডেন্ট ডা. শিহাব উদ্দিন বলেন, ‘দুএকজন ছাড়া প্রায় সব চিকিৎসকই নিয়মিত কর্তব্য পালন করছেন। নিজেরা ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করছেন।’

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets cabinet nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

55m ago