হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে পালিয়ে ২ রোগী বাড়িতে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া দুই রোগীর সন্ধান পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ৪ এপ্রিল জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে ভোলা সদর উপজেলার চন্দ্র প্রসাদ গ্রামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ হাসপাতালে আসেন। তাকে করোনা ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়। ৭ এপ্রিল তিনি পালিয়ে যান। একই লক্ষণ নিয়ে ৫ এপ্রিল হাসপাতালে আসেন বরগুনা সদর উপজেলআর ছোট লবনখোলা গ্রামের ৩৫ বছর বয়সী এক নারী। তিনি ৬ এপ্রিল পালিয়ে যান। ডাক্তার, নার্স ও গার্ড করোনা ওয়ার্ডে যেতে চান না বলে পালিয়ে যাওয়া সহজ হয়।
ডা. বাকির হোসেন বলেন, রোগীরা পালিয়ে তাদের বাড়িতে চলে গিয়েছিল। এ ঘটনায় আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। ওয়ার্ড মাস্টার আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দুই রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা হোম কোয়ারেন্টিনে আছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ জিডি করেছিল। রোগীদের পাওয়া গেছে। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
Comments