বিক্ষোভকারী কর্মহীনরা পেলেন ত্রাণ
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায় সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন রাস্তায় নেমে বিক্ষোভ করা কর্মহীন শ্রমজীবী দিনমজুরদের বাড়িতে।
জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকায় গতকাল বুধবার দুপুরে কর্মহীন দিনমজুর শ্রমজীবী মানুষ ত্রাণের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বিক্ষোভ করেন। সে সময় তারা দাবি করেন, করোনার কারণে তারা কর্মহীন হয়ে বাড়িতেই আছেন। খেয়ে না দিন কাটছে তাদেরকে। কোন ত্রাণ সহায়তা পাচ্ছেন না তারা।
গতকাল বিকাল থেকে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও কর্মহীন শ্রমজীবী দিনমজুরদের বাড়িতে ত্রাণ নিয়ে হাজির হন। ৭০ জনের প্রত্যেককে ১০ কেজি চাল ও ৫ কেজি করে আলু দেওয়া হয়েছে।
নির্মাণ শ্রমিক জলিল মিয়া বলেন, ‘বিক্ষোভ করে আমাদেরকে সরকারি ত্রাণ পেতে হলো। এটা কষ্টকর। যারা বিক্ষোভ করছেন না, বিক্ষোভ করার সাহস পাচ্ছেন না তারা কিভাবে সহায়তা পাবেন?’
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভকারী এসব কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে তাদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি বাড়িতে থাকা কর্মহীন সব শ্রমজীবী দিনমজুর, দুঃস্থ, অসহায়, জনগোষ্ঠী ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের কাছে সরকারি ও বেসরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে।’
Comments