বরিশালে ২৫ মণ জাটকা আটক
বরিশালের কাশীপুর বাজারে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা আটক করেছে মৎস্য অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকালে মৎস্য অধিদপ্তরের একটি টিম ওই অভিযান চালায়।
জেলা মৎস্য কর্মকতা আবু সাইদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের একটি টিম কাশীপুর বাজারে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করে।’
আটককৃত মাছ এতিমখানা ও সরকারি শিশু সদনে দেওয়া হবে বলে মৎস্য বিভাগের এই কর্মকর্তা জানান।
গত ৭ এপ্রিল হিজলার মেঘনা নদীতে জেলেদের নৌকা থেকে ২৫ মণ জাটকা আটক করা হয়েছিল।
Comments