ঢাকার কাঁচাবাজারে একমুখী চলাচল

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকার কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের একমুখী চলাচলের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্য সামগ্রী কিনতে আসা লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে পুলিশ।
কাঁচাবাজারে একমুখী চলাচলের জন্য ক্রেতাদের প্রতি নির্দেশনা। ছবি সৌজন্য: ডিএমপি

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকার কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের একমুখী চলাচলের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্য সামগ্রী কিনতে আসা লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে পুলিশ।

ডিএমপির উপকমিশনার (মাসুদুর রহমান) জানান, এই ব্যবস্থায় বাজার থেকে বের হওয়ার পথ নির্দিষ্ট থাকবে। ক্রেতারা বাজারে ঢুকে এক পথ ধরে হেঁটে কেনাকাটা সেরে অন্য পথ দিয়ে বের হয়ে যাবেন। রাজধানীর স্বীকৃত কাঁচাবাজারগুলোতে এই বিশেষ ব্যবস্থা থাকছে।

এই ব্যবস্থা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গত সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে রাজধানীর সব কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ দিয়েছে ডিএমপি।

Comments

The Daily Star  | English

Celebrity politicians: A diverse history

Political parties who have committed to participating in the upcoming 12th parliamentary election are preparing in full swing. The Awami League and Jatiya Party have announced their list of nominees, and interestingly, it includes a handful of celebrities

19m ago