শীর্ষ খবর

হাসপাতালে আইসোলেশন থেকে পালিয়েছে রোগী, থানায় জিডি

পাবনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। পালিয়ে যাওয়া রোগী মোস্তাক আল মামুনের (২৫) বাড়ি দিনাজপুর জেলায়।
আইসোলেশন ওয়ার্ড থেকে জ্বর, কাশি, শ্বাসকষ্টের রোগী পালিয়ে গেছেন। ছবি: স্টার

পাবনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে এক রোগী পালিয়ে যাওয়ার পর হাসপাতালের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, পালিয়ে যাওয়া রোগী মোস্তাক আল মামুনের (২৫) বাড়ি দিনাজপুর জেলায়। ৫ এপ্রিল তিনি বেড়া উপজেলার কাশিনাথপুর এলাকায় দিঘলকান্দি গ্রামে শ্বশুর বাড়িতে আসেন। সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ডাক্তাররা তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখেন। কিন্তু শুরু থেকেই সেখানে থাকার ব্যাপারে আপত্তি জানাচ্ছিলেন তিনি। গতকাল বুধবার বিকেলের পর তাকে ওয়ার্ডে পাওয়া যায়নি।

খোঁজাখুঁজির পর বোঝা যায় রোগী পালিয়ে গেছে। রোগীর পরিবারের লোকেদের দাবি, হাসপাতাল থেকে তিনি বাড়ি ফেরেননি। পরে সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করে।

ওসি জানান রোগীর খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। সেই সঙ্গে হাসপাতালে পাহারা জোরদার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Fresh Israeli strikes kill 109 in Gaza

The health ministry in the Gaza Strip said 109 people had been killed in the Palestinian territory today after a truce between Israel and Hamas expired

18m ago