বগুড়ায় আগামী সপ্তাহ থেকে করোনা পরীক্ষা

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পৌঁছেছে পলিমার চেইন রিয়্যাকশন (পিসিআর) মেশিন। সেখানে ল্যাব স্থাপনের কাজ চলছে এবং আগামী সপ্তাহেই নমুনা পরীক্ষা শুরু হবে।
ছবি: স্টার

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পৌঁছেছে পলিমার চেইন রিয়্যাকশন (পিসিআর) মেশিন। সেখানে ল্যাব স্থাপনের কাজ চলছে এবং আগামী সপ্তাহেই নমুনা পরীক্ষা শুরু হবে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো পিসিআর মেশিন, মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় তলার একটি কক্ষে স্থাপন করা হচ্ছে।  মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জানান, তিনি-চার দিন পর থেকেই এখানে নমুনা পরীক্ষা করা যাবে। 

তিনি আরো জানান, বগুড়ার আশপাশের কম দূরত্বের জেলা জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ কিংবা গাইবান্ধার অনেক মানুষ এই মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়ে থাকেন। সে হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পেলে তারা বগুড়াসহ আশপাশের এই জেলাগুলোর নমুনা এই ল্যাব থেকেই পরীক্ষা করতে পারবেন।

মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মহসিনা আলম শাহিদ জানান, 'দুই-একদিনের মধ্যে আইইডিসিআর থেকে একটি বিশেষজ্ঞ দল এখানে আসবেন। তারা এসে আমাদের টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবেন।’

বগুড়ায় করোনা রোগীদের জন্য প্রস্তুত মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিত্সক শফিক আমিন কাজল বলেন, 'এখন পর্যন্ত করোনা রোগের উপসর্গ নিয়ে আমাদের হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত ৫০ বছরের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা শনাক্তের কাজ শুরু হলে আমরা সহজেই খুব অল্প সময়ে পরীক্ষার ফল জানতে পারব।

তিনি জানান, এখন পর্যন্ত আমাদের রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পাঠাতে হচ্ছে।

 

Comments

The Daily Star  | English
Cox’s Bazar Rail Station

Cox’s Bazar Rail Station: A modern marvel awaits travellers

The recently constructed Cox’s Bazar rail station aims to attract more tourists to the country’s renowned destination, the Cox’s Bazar sea beach.

17h ago