পটুয়াখালীতে করোনায় যুবকের মৃত্যু, এলাকা লকডাউন
পটুয়াখালীর দুমকিতে করোনায় আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ থেকে ফেরা ওই যুবক আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে মারা যান, বলে জানিয়েছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।
মৃত্যুর পর যুবকের বাড়িসহ ইউনিয়নের ২ নং ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে।
জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠায়। আজ তার মৃতুর পর পরীক্ষার ফল আসে। সেখানে দেখা যায় করোনা আক্রান্ত ছিলেন ওই যুবক।
জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ওই যুবক গত রোববার নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর বাড়িতে আসেন বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান।
আইইডিসিআরের নির্দেশ মতে বিকেল সাড়ে ৫টায় তার জানাযা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
পারিবারিক সূত্র জানায়, ওই যুবক নারায়ণগঞ্জে একটি পোশাক তৈরির কারখানার কর্মী ছিলেন। বাড়িতে আসার পর উপজেলা প্রশাসন রোববার থেকেই তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকতারা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর’ এ পাঠায়। এর পর তার অবস্থার আরো অবনতি হয় এবং আজ বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি বাড়িতেই মারা যান।
Comments