ঢাকার ক্লিনিক ছেড়ে পালালেন নার্স, বাড়ি লকডাউন

বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি মধ্যপাড়া গ্রামের একটি বাড়ি লকডাউন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ওই বাড়ির সামনে পুলিশি পাহারা বসানো হয়।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত রাতে খবর পাই, ঢাকার মিরপুর এলাকার একটি বেসরকারি ক্লিনিকের নার্স বাড়িতে চলে এসেছেন। পরশু রাত ২টার দিকে তিনি ধুনটে তার বাড়িতে পৌঁছেন। বিষয়টি জানার পরে আজ সকালে তার বাড়ি লকডাউন করে পাহারা বসানো হয়েছে। স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে, তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করবেন।’
বেলকুচি মধ্যপাড়া গ্রামের বাসিন্দারা জানান, ঢাকা থেকে পালিয়ে আসার বিষয়টি জানার পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলা হয়। তিনি উপজেলা প্রশাসনকে জানান।
Comments