করোনাভাইরাস

কুমিল্লা জেলা, দুমকি ও আমতলী উপজেলা লকডাউন

করোনাভাইরাস সতর্কতায় কুমিল্লা জেলাসহ পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলী উপজেলাকে লকডাউন করা হয়েছে।

করোনাভাইরাস সতর্কতায় কুমিল্লা জেলাসহ পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলী উপজেলাকে লকডাউন করা হয়েছে।

দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতারা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানান।

কুমিল্লা জেলা লকডাউন

কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বৈঠকের পর আজ বিকালে এ ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক আবুল ফজল মীর স্বাক্ষরিত সরকারি বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় কুমিল্লা জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লায় অন্য জেলা থেকে কেউ প্রবেশ কিংবা এই জেলা থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জেলার ভেতরে উপজেলাগুলোতে যাতায়াতের ব্যাপারেও একই আদেশ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

তবে, জরুরি সেবা, চিকিৎসা, কৃষি, খাদ্য এই আদেশের আওতামুক্ত থাকবে। 

দুমকি ও আমতলী উপজেলা লকডাউন

পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। দুই জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ওই দুই উপজেলা লকডাউনের ঘোষণা দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দুমকি উপজেলার দক্ষিণ দুমকি গ্রামে এক পোশাক শ্রমিক এবং বরগুনার আমতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মারা যাওয়ার প্রেক্ষিতে উভয় জেলা প্রশাসন এই ঘোষণা দিয়েছে।

পটুয়াখালীর জেলা প্রশাসনের এক অফিস আদেশে বলা হয়, দুমকিতে দুলাল চৌকিদার (৩০) নামে এক যুবকের করোনায় মৃত্যু হওয়ায় গোটা উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলো। জরুরি সার্ভিস ছাড়া কোনো ধরনের যানবাহন ও লোকজনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেন করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আমতলী ইউনিয়নে নিজ বাড়িতে মারা যান। আজ শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট এলে তাতে করোনা শনাক্ত হয় বলে জানান বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন খান শাহিন।

দেলোয়ার হোসেনের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় পুরো আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয় বলে জানান বরগুনার জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ।

Comments

The Daily Star  | English

Police 'foil' Mayer Dak’s programme marking Human Rights Day

A programme of Mayer Dak, a platform for family members of the victims of enforced disappearance, was foiled in the face of police resistance today

27m ago