লকডাউনের দাবিতে মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প শ্রমিকদের ধর্মঘট
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মহেশখালির মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প লকডাউনের দাবিতে ধর্মঘট করছে স্থানীয় শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওই ধর্মঘট আজও চলছে।
ধর্মঘটের সঙ্গে শ্রমিকেরা তিন দফা দাবির কথা জানিয়েছ। এ দাবিগুলো হলো- বাংলাদেশ সরকারের শ্রম আইন-নীতি অনুসরণ করা, যতদিন লকডাউন চলবে কাজ বন্ধ রেখে শ্রমিকদের বেতন ও আর্থিক সুযোগ দিতে হবে। সরকারের শ্রমনীতি না মানলে শ্রমিকদের তিন মাসের বেতন দিয়ে বিদায় করতে হবে ও কোন শ্রমিক ছাঁটাই করা যাবে না।
শ্রমিকদের অভিযোগ আজও তাদের কাজে যোগ দেওয়ার জন্য নানাভাবে চাপ দেওয়া হয়েছে। তারা জানান, সকালে হুন্দাই কোম্পানির কর্মকর্তারা ৪০-৫০ জন শ্রমিককে গাড়িতে উঠিয়ে প্রকল্প এলাকায় মহড়া দিয়েছে। এ ঘটনায় সাধারণ শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রকল্প এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহাজাহান। তিনি বলেন, ‘শ্রমিকেরা লকডাউন ঘোষণাসহ তিন দফা দাবিতে গত দুইদিন ধরে ধর্মঘট চালিয়ে যাচ্ছে। তাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে বলা হয়েছে। তাদের দাবী লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
তবে, কর্তৃপক্ষের কাছ থেকে এখনও পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।
Comments