গহীন অ্যামাজনের আদিবাসীর করোনায় মৃত্যু
বিচ্ছিন্ন অ্যামাজনে বাস করা এক আদিবাসী কিশোর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএনের প্রকাশিত খবরে বলা হয়, উরারিকোইরা নদীর পাড়ে রিহেবে গ্রামের ইয়ানোমামি গোষ্ঠীর ১৫ বছর বয়সী ছেলেটি মারা যায় গত বৃহস্পতিবার।
৩ এপ্রিল থেকে ছেলেটিকে রোরাইমা জেনারেল হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছিল।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী গত বুধবার ছেলেটির করোনা সংক্রমণের খবর নিশ্চিত করেছিলেন একটি সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘আমরা আজ ইয়ানোমামি গোষ্ঠীর একজনের করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছি। যা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।’
গহীন অ্যামাজনে খনি শ্রমিকদের অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এই ভাইরাস আদিবাসীদের মধ্যে ছড়িয়েছে বলে জানিয়েছে দ্য সোসিও এনভায়রনমেন্টাল ইনস্টিটিউট (আইএসএ)।
দ্য অ্যাসোসিয়েশন অব দ্য ইনডেজিনিওয়াস পিপল অব ব্রাজিলের (এপিআইবি) তথ্য অনুযায়ী, মৃত এই ছেলেটি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তৃতীয় আদিবাসী।
Comments