করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ ২১০৮ জনের মৃত্যু

নিরাপদ পোশাক পরে নিউইয়র্কের একটি মেডিকেল সেন্টারের সামনে হাঁটছেন এক চিকিৎসক। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক দিনে দুই হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্রই এখন পর্যন্ত বিশ্বের প্রথম দেশ যেখানে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারালো। এ ছাড়া, দেশটিতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে পাঁচ লাখ ছাড়িয়েছে।

আজ শনিবার জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২ হাজার ১০৮ জন। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি মানুষ। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬০৯ জন। মারা গেছেন ১৮ হাজার ৭৭৭ জন। এদের মধ্যে ৭ হাজার ৮৩১ জনই নিউইয়র্কের। এ ছাড়া, দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ হাজার ১৮৩ জন।

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের প্রত্যেকটিকেই করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে। যুক্তরাষ্ট্রে পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ২৭৩ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৮১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৬৬৮ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের আরেক দেশ ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ হাজার ৮৪৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩০ হাজার ৪৫৫ জন।

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

2h ago