মানুষের পাশে ১৯৮২ বিশ্বকাপের ব্রাজিলের সেই দল

Brazil 1982
ছবি: সংগ্রহ

জিকো, ফ্যালকাও, সক্রেটিস, লিও জুনিয়র। সৃষ্টিশীল সব ফুটবলার নিয়ে তৈরি ছিল ১৯৮২ সালের ব্রাজিলের বিশ্বকাপ দল। বিশ্বকাপ না জিতলেও প্রতিভার বিচারে সেলেসাওদের শ্রেষ্ঠ দলের তকমা পেয়েছে তারা। পায়ের জাদুতে মানুষকে মোহগ্রস্ত করা সেই তারকারা ৩৮ বছর পর আবার এক হয়েছেন। উদ্দেশ্য, করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে তহবিল সংগ্রহ করা।

ব্রাজিলের সৃষ্টিশীল সেই দলের অধিনায়ক ছিলেন সক্রেটিস। ২০১১ সালের ডিসেম্বরে তিনি মারা যান। মিডফিল্ডার ফ্যালকাও ছিলেন সেই দলের প্রাণভোমরা। জীবিত তারকাদের নিয়ে তিনিই নিয়েছেন মহান এই উদ্যোগ।

এক ভিডিও বার্তায় মানুষের কাছে তহবিলের জন্য আবেদন করেছেন তারা। এতে মিলেছে ব্যাপক সাড়া। এরই মধ্যে ৫ লাখ মার্কিন ডলার জমা হয়েছে তাদের তহবিলে।

আশির দশকে ইতালিয়ান ক্লাব এএস রোমার হয়ে মাঠ মাতানো ফ্যালকাও বলেন, দলগতভাবে কাজ করার জন্য খ্যাতি ছিল তাদের। করোনাভাইরাস মোকাবিলাতেও দলগত ঐক্যের গানই গাইবেন তারা, ‘১৯৮২ সালের ব্রাজিল ছিল সৃষ্টিশীল ও দলগত নীতিতে চলা দল। করোনার বিরুদ্ধে লড়াইয়েও আমরা সেই নীতি নিয়েই সোচ্চার হচ্ছি।’

নতুন করোনাভাইরাস কোভিড-১৯ মহামারিতে ব্রাজিলে এখন পর্যন্ত ১৯ হাজার ৯৪৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭৩ জন। ক্রমেই এই সংখ্যা বাড়ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশটিতে।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago