কাঁচা বাজার খোলা বিকেল ৫টা পর্যন্ত

ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপগুলো প্রতিদিন ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া, বিভিন্ন পাড়া ও মহল্লার নিত্য-পণ্যের দোকানগুলো খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে কাঁচাবাজার খোলা রাখার সময় দুই ঘণ্টা কমানো হলো।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকার কাঁচা বাজারে একমুখী চলাচলের নির্দেশনা। ছবি সৌজন্য: ডিএমপি

ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপগুলো প্রতিদিন ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া, বিভিন্ন পাড়া ও মহল্লার নিত্য-পণ্যের দোকানগুলো খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে কাঁচাবাজার খোলা রাখার সময় দুই ঘণ্টা কমানো হলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ওষুধের দোকান ও জরুরি সেবা এর আওতায় আসবে না বলে জানানো হয়েছে।

গত ৬ এপ্রিল ডিএমপির এক নির্দেশনায় স্বীকৃত কাঁচাবাজারগুলো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়েছিল। সেই সঙ্গে পাড়া মহল্লার দোকান দুপুর ২টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছিল।

সন্ধ্যা ৬টার পর কোনো অবস্থাতেই বাড়ির বাইরে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর বাজারগুলোর ব্যাপারে আজ এই সিদ্ধান্ত নেওয়া হলো। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গতিবিধি নিয়ন্ত্রণের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত (১২ ঘণ্টা) কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments