আগুনে পুড়ে গেছে ঘর, খোলা আকাশের নিচে ৯ পরিবার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অগ্নিকাণ্ডে আশ্রয়হীন হয়ে পড়েছেন নয়টি পরিবার। আগুনে পুড়ে গেছে তাদের ২১টি ঘর, ধান-চাল ও আসবাবপত্র। ঘরহীন এসব পরিবার এখন বাস করছেন খোলা আকাশের নিচে।
কুড়িগ্রামে আগুনে পুড়ে গেছে ২১টি ঘর।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অগ্নিকাণ্ডে আশ্রয়হীন হয়ে পড়েছেন নয়টি পরিবার। আগুনে পুড়ে গেছে তাদের ২১টি ঘর, ধান-চাল ও আসবাবপত্র। ঘরহীন এসব পরিবার এখন বাস করছেন খোলা আকাশের নিচে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পুড়ে যায় আহম্মদ আলী, নুর ইসলাম, নুর মোহাম্মদ, নুর আমিন, নুর হোসেন, আব্দুল লতিফ, আল আমীন, কফিল মিয়া, হাফিজুর রহমানে ২১টি ঘর।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষি আহম্মদ আলী বলেন, ‘আমার তিনটি ঘরের সবগুলোই পুড়ে গেছে। ঘরের কোনো জিনিসপত্র রক্ষা করতে পারিনি। এখন সবাইকে নিয়ে খোলা আকাশের নিচে আছি। নতুন ঘর নির্মাণের সামর্থ্য আমার নেই।’

ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিরা ইতোমধ্যে ঘর নির্মাণে আর্থিক ও খাদ্য সহায়তা চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন।

উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী লাকু জানান, রাতেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ। এমন পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে ও পরিষদের সহায়তায় তাদের খাদ্য ও বাসস্থানের ব্যবস্থার চেষ্টা চলছে।

Comments