লালমনিরহাটে প্রথম করোনা রোগী, ঠাকুরগাঁওয়ে তিন জন শনাক্ত

লালমনিরহাট জেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৪২ বছর বয়সী এই রোগী জেলার সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। আজ শনিবার দুপুরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানা যায়। অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় তিন তরুণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় দ্য ডেইলি স্টারকে জানান, করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি বুধবার নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন। খবর পেয়ে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ও নমুনা রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। শনিবার পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ পজিটিভ এসেছে।
রিপোর্ট পাওয়ার পরপরই ওই রোগীকে লালমনিরহাট সদর হাসপাতালে এনে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
তিনি আরও জানান, লালমনিরহাটের বিভিন্ন জায়গা থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয়জনের রিপোর্ট নেগেটিভ এসেছে, একজনের রিপোর্ট পজিটিভ আর বাকি তিনজনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
অন্যদিকে, ঠাকুরগাঁওয়ে তিন তরুণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার বিকেলে সিভিল সার্জন মো. মাহফুজার রহমান সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত তরুণদের মধ্যে হরিপুরের দুজন। অন্যজন পীরগঞ্জের। তাদের একজনের বয়স ১৮ ও দুজনের বয়স ২২। সপ্তাহখানেক আগে তারা নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফিরে আসেন।
তিনি জানান, সর্দি-জ্বর ও কাশি থাকায় ১০ এপ্রিল তাদের নমুনা রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষায় তিন জনেরই করোনা পজিটিভ এসেছে। তাদের সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা তাদের সংস্পর্শে এসেছেন, তাদেরকেও হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া, করোনাভাইরাস শনাক্ত হওয়ায় হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ও পীরগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রাম লকডাউন করার জন্য প্রশাসনকে পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।
Comments