টাঙ্গাইলের বাজারে র্যাবের বিশেষ ব্যবস্থাপনা
করোনা পরিস্থিতি মোকাবেলায় টাঙ্গাইলের কাঁচাবাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-৩।
আজ শনিবার সকালে কোম্পানি কমান্ডার মেজর আবু নাইম মোহাম্মদ তালাতের নেতৃত্বে জেলা শহরের বটতলা কাঁচাবাজারে এ বিশেষ ব্যবস্থাপনা চালু হয়।
এই ব্যবস্থাপনার অংশ হিসেবে বাজার করতে আসা প্রত্যেককে একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে দাঁড়াতে হয়। সেখানে র্যাব সদস্যরা প্রত্যেকের হাতে ও পয়ে জীবানুনাশক স্প্রে করবে। স্প্রে করার পরেই তারা বাজারে প্রবেশ করতে পারবে।
কোম্পানি কমান্ডার মেজর আবু নাইম মোহাম্মদ তালাত বলেন, ‘মানুষের বাজারে আসা বন্ধ করা সম্ভব নয়। তাই বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। সবাই যাতে এ নিয়ম মেনে চলে সেজন্য র্যাব সদস্যরা তৎপর থাকবে।’
Comments