কোয়ারেন্টিনে থাকতে বলায় ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নারায়ণগঞ্জ থেকে আসা একই পরিবারের পাঁচ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলায়, স্থানীয় এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার বারৈয়ারা বাজারে এ ঘটনা ঘটে।
হামলার শিকার কচুয়া পাথৈর ইউপির ওয়ার্ড সদস্য আলাউদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, ‘শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে এক ব্যক্তি ও তার চার ছেলে বারৈয়ারা গ্রামের বাড়ি আসেন। সন্ধ্যায় তাদের একজন স্থানীয় ফার্মেসি থেকে জ্বর-কাশির ওষুধ নেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নামের তালিকা দেওয়ার পাশাপাশি তাদের ঘরে থাকতে অনুরোধ করা হয়। কিন্তু এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করেন।’
এ ঘটনার পর থেকে পালিয়েছে অভিযুক্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাচার পুলিশ ফাঁড়ির এসআই আবু হানিফ।
Comments