বরগুনায় করোনা আক্রান্ত তাবলিগ ফেরত

বরগুনায় আরও একজন করোনা রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তিনি সম্প্রতি তাবলিগ জামায়াতের সমাবেশ থেকে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
আজ শনিবার মোস্তাইন বিল্লাহ জানান, ‘আক্রান্ত ওই ব্যক্তি সদ্য তাবলিগ জামায়াতের সমাবেশ থেকে ফিরেছেন। বর্তমানে তিনি বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন।’
গত ৯ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরগুনা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তিনি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। আজ সন্ধ্যা ৬টার দিকে তার নমুনা পরীক্ষার রিপোর্ট বরগুনায় পৌঁছায়। এতে ওই ব্যক্তিকে করোনা পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছেন। আমরা তার সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদের বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বরগুনায় এ পর্যন্ত দুজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের একজন মারাও গেছেন।
Comments