সুনামগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত
সুনামগঞ্জে প্রথম করোনাভাইরাস ‘কোভিড-১৯’ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ রোববার দ্য ডেইলি স্টারকে সিলেটের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, ‘৩৩ বছর বয়সী ওই নারী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা এবং তার পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।’
তবে তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন এ ব্যাপারে কোনো তথ্য আপাতত জানাতে পারেননি সিভিল সার্জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান বলেন, ‘আক্রান্ত নারী বর্তমানে তার নিজ বাড়িতেই রয়েছেন, তবে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হবে। আক্রান্ত নারীর বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।’
Comments