দুর্যোগটা সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুর্যোগ আসে, কিন্তু সে দুর্যোগটা সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয়। যারা মৃত্যুবরণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের নিজেদেরই অনেক আওয়ামী লীগের নেতা মারা গেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এটুকু বলবো, আপনারা সবাই নিজেরা সুরক্ষিত থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, সেভাবে নিজেরা নিজেদের সুরক্ষিত করেন।’

আজ রোববার সকাল ১০টায় করোনা পরিস্থিতি নিয়ে গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে নির্দেশনাগুলো আমরা দিয়েছি বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে বা প্রতিনিয়ত রেডিও টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে, দয়া করে সেগুলো একটু মেনে চলুন। এটা মেনে চললে নিজে যেমন ভালো থাকবেন, অপরকে আপনি সুরক্ষিত করবেন। আপনার নিজের দায়িত্ব নিজের ওপর যেমন আছে, অন্যের জন্যেও সে দায়িত্ব আছে। সে কথাটা সবার মনে রাখতে হবে। যেটা আপনার অধিকার সেটা অপরের যেমন দায়িত্ব; আপনার দায়িত্ব যেটা, সেটা অন্যের অধিকার। সকলেই বেঁচে থাকার অধিকার আছে।’

তিনি বলেন, ‘প্রত্যেকে যার যার এলাকা সুরক্ষিত করেন। হঠাৎ করে বাইরে থেকে কাউকে যেতে দেবেন না। কারণ, আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে কারা? বাইরে (অন্য জায়গা) থেকে যারা আসছে এক জায়গায় চলে যাচ্ছে সেখানেই মানুষ সংক্রমিত হচ্ছে। এজন্য অন্তত কয়েকটা দিন নিজের এলাকাকে সুরক্ষিত করেন। কেউ এক জায়গা থেকে আরকে জায়গায় অকারণে ছোটাছুটি করবেন না। কেউ শ্বশুর বাড়ি বেড়াতে যাবেন, পরেও গেলে পারেন। আত্মীয়ের বাড়িয়ে যাবেন, পরে গেলেও পারেন। এগুলো আপাতত বন্ধ রাখেন এখন। বন্ধ রেখে আমরা অন্তত এই অবস্থা থেকে যেনো উত্তরণ ঘটাতে পারি, সেজন্য সহযোগিতা করেন।’

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে বাঙ্গালি যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আমরা বিজয়ী জাতি। কাজেই করোনাভাইরাস থেকেও নিশ্চয়ই আমরা দেশকে সুরক্ষিত করতে পারবো। মানুষকে সুরক্ষিত করতে পারবো। এ অবস্থাও আমরা মোকাবিলা করতে পারবো’, যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

1h ago