৩০ হাজার অসহায় মানুষের পাশে আর্সেনাল
করোনাভাইরাসের মহামারিতে খেলাধুলা সব বন্ধ। কিন্তু বসে থাকার উপায় নেই খেলা সংশ্লিষ্টদের। এই সময়ে যে আসছে মানুষের পাশে দাঁড়ানোর ডাক। ইংলিশ ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল যেমন বুঝতে পারছে পরিস্থিতি। ৩০ হাজার অসহায় মানুষকে খাবার ও স্বাস্থ্য উপকরণ দেবে তারা।
উত্তর লন্ডনের ক্লাব শুক্রবার এক বিবৃতিতে জানায়, ইজলিংটন এলাকায় ১৫ টন জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠাতে তারা এইচআইএস চার্চের সঙ্গে যোগ দিয়েছে।
শুধু এটাই নয় সরকারের কোভিড-১৯ প্রতিরোধ তহবিলে ৫০ হাজার পাউন্ড অনুদান দিয়েছে তারা। এছাড়া অন্যান্য সংস্থাকে আরও ১ লাখ পাউন্ডের পাউন্ড দেয় এই ইংলিশ ক্লাব।
আর্সেনালের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যান্য ক্লাবও এগিয়ে এসেছে মানুষের পাশে। অনুদানের ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও।
নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর হানায় যুক্তরাজ্য প্রায় বিপর্যস্ত। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৯৯১ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি। সর্বশেষ আপডেট অনুযায়ী মারা গেছেন ৯ হাজার ৮শ ৭৫ জন।
Comments