লালমনিরহাটে ইউএনও নিজেই খাদ্যসামগ্রী বহন করে পৌঁছে দিচ্ছেন তিস্তার দুর্গম চরে

করোনার প্রভাবে তিস্তার দুর্গম চরে যেন কোনো মানুষ অভুক্ত না থাকেন তাই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান নিজেই খাদ্যসামগ্রী বহন করে নিয়ে যাচ্ছেন চরবাসীদের কাছে।
Lalmonirhat UNO
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান নিজেই খাদ্যসামগ্রী বহন করে নিয়ে যাচ্ছেন তিস্তার দুর্গম চরের বাসিন্দাদের কাছে। ছবি: সংগৃহীত

করোনার প্রভাবে তিস্তার দুর্গম চরে যেন কোনো মানুষ অভুক্ত না থাকেন তাই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান নিজেই খাদ্যসামগ্রী বহন করে নিয়ে যাচ্ছেন চরবাসীদের কাছে।

করোনায় কর্মহীন দুর্গম চরের শ্রমিক, দিনমজুর ও দুঃস্থরা বাড়িতে থেকে খাদ্য সহায়তা পেয়ে খুশি।

ইউএনও রবিউল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যেহেতু তিস্তার কয়েকটি দুর্গম চরে কোনো যানবাহন যেতে পারে না আর চরগুলো কয়েক কিলোমিটারে দূরে দূরে। তাই অফিসের কয়েকজন কর্মচারীর সহায়তায় সরকারের খাদ্যসামগ্রী নিয়ে সেসব দুর্গম চরে যাচ্ছি।’

‘নিজের পিঠে খাদ্যসামগ্রী বহন করে দুর্গম চরে ছুটতে কষ্ট হলেও সেখানকার বাসিন্দাদের খাদ্য সহায়তা দিতে পেরে আমি খুশি ও আনন্দিত,’ যোগ করেন তিনি।

তিনি জানান, করোনার কারণে চরবাসী বাড়িতে অবস্থান করছেন। কোনো কাজকর্ম নেই, তাই কোন আয় নেই। পরিবার-পরিজন নিয়ে তাদেরকে কষ্টের সঙ্গে লড়াই করে বাঁচতে হচ্ছে।

কালীগঞ্জ উপজেলার তিস্তার চর শোলমারীর দিনমজুর নফর উদ্দিন (৫৬) বলেন, ‘আমরা দুর্গম চরে বসবাস করায় কেউ আমাদের খোঁজখবর নেন না। যাতায়াতে দুর্গম হওয়ায় ইচ্ছা থাকলেও অনেকে আসতে চান না আমাদের কাছে। কিন্তুও ইউএনও স্যার নিজের পিঠে করে খাদ্যসামগ্রী বহন করে আমাদের কাছে এসেছেন। আমরা অনেক খুশি।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago