করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় মাস্ক পরে হাঁটছেন নিউইয়র্কের দুই বাসিন্দা। ছবি: রয়টার্স

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩২ হাজারের বেশি মানুষ।

আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ২০ হাজার ৬০৮ জন। এদের মধ্যে ৬ হাজার ৩৬৭ জনই নিউইয়র্ক শহরের। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৯৫১ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩২ হাজার ৯১ জন।

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের প্রত্যেকটিকেই করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে। যুক্তরাষ্ট্রে পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৬০৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫৯ হাজার ১০৯ জন।

যুক্তরাষ্ট্রে পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের আরেক দেশ ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৬৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৭১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৩৪ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭৭ হাজার ৬৬৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮৬৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৩৭২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪৮২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৬ জন।

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

15h ago