বেতনের দাবিতে সাভারে ১১ কারখানার শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারে ১১টি কারখানার পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। আজ রবিবার সকালে সাভারের হেমায়েতপুর, ওলাইল, ফুলবাড়িয়া, রাজাসন ও আশুলিয়ার কাঠগড়ায়, জামগড়া, কবিরপুর, জিরাবো, নরসিংহপুর এলাকায় পোশাকরা রাস্তায় নেমে আসেন।
শ্রমিক নেতা সুজন বলেন, ‘কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় আমরা বিক্ষোভ করতে বাধ্য হচ্ছি। আমরা সরকারের পক্ষ থেকে ত্রাণ পাইনি, বেতনও না পেলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।’
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাভার ও আশুলিয়ার ১১টি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। সাধারণত ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। পোশাক শ্রমিকরা এখনো সরকারের পক্ষ থেকে ত্রাণ পায়নি, যে কারণে তাদের রাস্তায় নামতে হয়েছে।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শ্রমিকদের খাবার সংকট দেখা দিয়েছে, ঘর ভাড়া দিতে হবে। এ মুহুর্তে বেতন খুব প্রয়োজন। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, শ্রমিকরা বেতন পাবেন। কিন্তু কবে বেতন দেওয়া হবে তা বলা হচ্ছে না। ইতোমধ্যে অনেকে বেতন না দিয়ে কারখানা বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। যে কারণে শ্রমিকদের মধ্যে উকণ্ঠা দেখা দিয়েছে।’
এ প্রসঙ্গে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বেশ কয়েকটি কারখানায় বেতনের দাবিতে শ্রমিকরা অবস্থান নিয়েছে। কিছু কিছু ছোট কারখানার মালিক ও কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে। আমরা বিষয়গুলো দেখছি।’
Comments