রাঙ্গামাটিতে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২নং ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম এলাকা বলি পাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ত্রিপুরা জনগোষ্ঠীর দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন— বিনামতি ত্রিপুরা (৩৫) ও নিলু কুমার ত্রিপুরা (২৬)।
আজ রবিবার রাঙ্গামাটির জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুজনের মৃত্যুর খবর পেয়ে একটি বিশেষ মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। দুজনই জুম চাষি। মারা যাওয়ার আগে তাদের মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না বলে জানা গেছে। তবে তাদের করোনার উপসর্গ ছিল না।’
১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরস্বতি ত্রিপুরা বলেন, ‘জুম চাষ করে বাড়ি ফেরার পরে কয়েক দিন তারা পাগলের মতো আচরণ করেছেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহলাঅং মারমা বলেন, ‘বিষয়টি আমি জানি। গতকাল দুজন মারা গেছেন। আজ মেডিকেল টিম পাঠানো হয়েছে, তারা ফিরে না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দুর্গম এলাকা হওয়ায় বলি পাড়ায় যেতে-আসতে অনেক সময় লেগে যায়।’
Comments