বিশেষায়িত হাসপাতালে ভারতফেরত ১৯ জন

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা ১৯ ভারতফেরত বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকাসহ দেশের কয়েকটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
jessore Medical college
ছবি: সংগৃহীত

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা ১৯ ভারতফেরত বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকাসহ দেশের কয়েকটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ রোববার জরুরি বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে হওয়া সভায় বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

বৈঠক শেষে যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতে চিকিৎসা নিয়ে ফেরত আসাদের মধ্যে গুরুতর অবস্থার ১৬ জনকে গত ৮ এপ্রিল প্রথম দফায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সঙ্গে আরও ১৫ জন স্বজন ছিলেন।

সিভিল সার্জন বলেন, ‘বিশেষজ্ঞ ডাক্তারগণ ভারতফেরত বাংলাদেশিদের মধ্যে যারা গুরুতর অসুস্থ এবং যশোরে যাদের প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব নয় এমন রোগীদের চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্যে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেন।’

‘এক্ষেত্রে রোগীরা যেতে চাইলে তাদেরকে একটি সম্মতিপত্র পূরণ করার ব্যবস্থা করা হয়। সেসময় আইসোলেশন ওয়ার্ডে থাকা দুই জন রোগীসহ মোট ১৯ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে রেফার্ড করেন বিশেষজ্ঞ ডাক্তারগণ,’ যোগ করেন তিনি।

Comments