ঘরের মাটি খুঁড়ে চাল জব্দ
ভোলায় এক ইউপি সদস্যের ঘরের মাটি খুড়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জরুরি সেবার জাতীয় হটলাইন (৯৯৯) নম্বরে অভিযোগ পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের মাটি খুঁড়ে সাত বস্তা চাল উদ্ধার করেছে।
সেই সঙ্গে চৌকিদার শাহে আলমের ঘর থেকে আরও ছয় বস্তা চাল উদ্ধার করা হয়। ইউপি মেম্বার জুয়েল গা ঢাকা দিয়েছেন। তার বাবা সাবেক মেম্বার নান্নু মিয়াকে আটক করেছে পুলিশ।
লালমোহন থানার ওসি জানান, ৯৯৯ নম্বর থেকে আসা ফোনে একজন জানান যে ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। অভিযান চালিয়ে মাটি খুঁড়ে পাঁচ বস্তা ও ঘরের পেছন থেকে আরও দুই বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে খাদ্য অধিদপ্তরের সাতটি খালি বস্তা ও সাতটি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড জব্দ করা হয়েছে।
একদিন আগেও ওই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড মেম্বার মোল্লা ওমর এর বাড়ি থেকে আরও ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা মোল্লা ওমরকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ মোল্লা ওমরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
Comments