সংঘর্ষে পা কেটে ‘জয় বাংলা’ শ্লোগানে মিছিল!

করোনাভাইরাস সংক্রমণের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউন ঘোষণার পরদিন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে।

সংঘর্ষ চলাকালে একজনের পা কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তা নিয়ে প্রতিপক্ষের লোকেরা ‘জয় বাংলা’ শ্লোগানে মিছিল ও উল্লাস করেছে। এই ঘটনার একটি ভিডিও দ্য ডেইলি স্টারের হাতে এসেছে।

নবীনগর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সঙ্গে থানাকান্দি গ্রামের বাসিন্দা কাউসার মোল্লার বিরোধ দীর্ঘদিনের। এর জেরে রোববার সকাল সাড়ে ১০টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। থেমে থেমে চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে মোবারক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির পা কেটে নিয়ে ‘জয়বাংলা’ শ্লোগানে আনন্দ মিছিল করে প্রতিপক্ষের লোকজন। ওই মিছিল থেকে পায়ের বদলে মাথা কেটে নেয়ার শ্লোগানও দেওয়া হয়। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় বিকেল পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। পরবর্তী যেকোন সংঘাত এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran condemns Israeli attack on state TV as 'war crime'

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago