ঋণপ্রবাহে গতি আনতে এডিআর ও আইডিআর বাড়াল বাংলাদেশ ব্যাংক
করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত ব্যাংকিং ধারার অগ্রিম আমানত হার (এডিআর) দুই শতাংশ বাড়িয়ে ৮৭ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ইসলামি ব্যাংকিং কার্যক্রমের বিনিয়োগ আমানত হারও (আইডিআর) দুই শতাংশ বাড়িয়ে ৯০ শতাংশ থেকে ৯২ শতাংশ করা হয়েছে।
আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডও সীমিত হয়ে পড়েছে। এ কারণে সামগ্রিক ব্যাংকিং সেক্টরে বেসরকারি খাতে ঋণপ্রবাহে গতি আনতে ও ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতির উন্নয়নে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনার বাস্তবায়নে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।
আগামী ১৫ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Comments