‘রিয়ালে প্রায় যোগ দিয়ে ফেলেছে এমবাপে’

Mbappe
ফাইল ছবি

অনেক দিন থেকেই গুঞ্জন, রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এবার সে গুঞ্জনে ঘি ঢেলেছেন পিএসজির সাবেক উইঙ্গার জেরোম রোথেন। এমবাপে রিয়াল মাদ্রিদে এক পা দিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন সাবেক ফ্রান্স তারকা।

২০১৭ সালের মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দেন এমবাপে। পরের বছর ১৩০ মিলিয়ন পাউন্ড খরচ করে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় দলটি। ক্লাবে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত মোট ১২০টি ম্যাচ খেলে ৯০টি গোল করেছেন ২১ বছর বয়সী এ তরুণ। পাশাপাশি ৪৯টি গোলে সহায়তাও করেছেন। দলের এমন পারফর্মারকে নিশ্চিতভাবেই ছাড়তে চায় না পিএসজি।

তাই এমবাপেকে ধরে রাখতে পিএসজি তাকে বেশ লাভজনক প্রস্তাব দিয়েছিল বলেই কয়েকদিন আগে সংবাদ প্রকাশ পেয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের নতুন চুক্তির আভাস মেলেনি। তাতে গুঞ্জন প্রতিদিনই ডালপালা মেলছে।

এবার গুঞ্জন আরও বাড়িয়ে ফরাসি রেডিও মন্তেকার্লোকে দেওয়া এক সাক্ষাৎকারে রোথেন বলেছেন, ‘ঘনিষ্ঠ সূত্র থেকে আমার কাছে খবর আছে, এমবাপে রিয়াল মাদ্রিদে প্রায় যোগ দিয়ে ফেলেছে। এখন যাই কিছু হোক না কেন, এটা নিশ্চিত যে, এমবাপের রিয়ালে যোগ দেওয়া আটকানোর চেষ্টা করা হবে। তবে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনো সম্ভাবনাই দেখছি না।’

পিএসজির প্রধান ফরোয়ার্ড এদিসন কাভানি এরই মধ্যে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে ফেলেছেন। নেইমারও ফিরতে চান বার্সেলোনায়। তাই এমবাপেও চলে গেলে বেকায়দায় পড়ে যেতে পারে ক্লাবটি। তাকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ফরাসি লিগ চ্যাম্পিয়নরা। কিছুদিন আগে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন, যে কোনো মূল্যেই এমবাপেকে ধরে রাখবে তারা।

তারকাখ্যাতিতে বর্তমানে অন্যতম সেরা হলেও পিএসজিতে মূল্যায়নের তালিকায় নেইমারের পরের অবস্থানে এমবাপে। ব্রাজিলিয়ান তারকার প্রায় অর্ধেক বেতন পান ২০১৮ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। কিন্তু তাকে অনেক দিন থেকেই নিজ ক্লাবের মূল খেলোয়াড় হিসেবে চাইছে রিয়াল। সর্বোচ্চ বেতনের লোভনীয় প্রস্তাব তো আছেই। তাই রোথেনের মন্তব্য সত্য হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না!

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

7h ago