করোনার লক্ষণ নিয়ে ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসায়ী বন্ধুর মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের লক্ষণ নিয়ে নিউইয়র্কের বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী, রিপাবলিকান পার্টির ডোনার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু স্টেনলি চেরা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
stanley-chera-1.jpg
স্টেনলি চেরা। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের লক্ষণ নিয়ে নিউইয়র্কের বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী, রিপাবলিকান পার্টির ডোনার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু স্টেনলি চেরা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিক ইয়াসার আলী প্রথম ক্রাউন অ্যাকুইজিশনস’র প্রতিষ্ঠাতা স্টেনলি চেরার মৃত্যুর তথ্য দেন।

মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনের তথ্যানুসারে, ২০১৬ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মোট ৪ লাখ ২ হাজার ৮০০ ডলার অনুদান প্রদান করেন স্টেনলি চেরা।

গত নভেম্বরে নিউইয়র্ক সিটি ভেটেরানস ডে প্যারেড অনুষ্ঠানে ট্রাম্পকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন চেরা।

এর আগে, ২০১৯ সালে মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে নির্বাচনী প্রচারণায় চেরাকে ‘বিশ্বের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে’ পরিচয় করিয়ে দেন ট্রাম্প।

সেসময় ট্রাম্প বলেন, ‘চেরা খুব বড় মনের মানুষ। শুরু থেকেই সে আমার সঙ্গে আছে।’

দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, করোনার লক্ষণ নিয়ে গত ২৪ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেরা।

গত মাসে ট্রাম্প বলেছিলেন যে, তার এক বন্ধু করোনাভাইরাসের ‘ভিশিয়াসনেস’র সঙ্গে যুদ্ধ করছেন এবং কোমায় চলে গেছেন।

ধারণা করা হচ্ছে, স্টেনলি চেরার গুরুতর অসুস্থতার কথাই এভাবে বর্ণনা করেছিলেন ট্রাম্প।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

1h ago