যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

যশোর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত তরুণ দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সবশেষ আজ ভোররাত আড়াইটার দিকে তার স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্ত তরুণ জোর করে ঘরে ঢুকে পড়ে। সে সময় তিনি চিৎকারের চেস্টা করলে অভিযুক্ত তরুণ তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এসে ওই তরুণকে হাতেনাতে আটক করে। পরে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় আজ ভোররাতেই যশোরের কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া, আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।’
Comments