সিলেটে চিকিৎসাধীন তরুণী করোনায় আক্রান্ত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তরুণী করোনাভাইরাসে আক্রান্ত। আজ সোমবার সকালে সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত পাঁচ দিন আগে সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে ওই তরুণী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তার নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে। তাকে শহীদ ডা. শামসুদ্দীন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হবে এবং তার পরিবার ও প্রতিবেশীদের কোয়ারেন্টিন করা হবে।’
Comments