ঘরে থাকুন, সুস্থ থাকুন: ভার্চুয়ালের গুণাবলী
করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে চলছে ছুটি। দুই দফায় বেড়ে যাওয়া ছুটি এসেছে তৃতীয় সপ্তাহে। ঘরে আটকে থাকতে গিয়ে দেশের বেশির ভাগ মানুষই সম্ভবত একঘেঁয়ে হয়ে উঠছেন।
কোভিড-১৯ মহামারির কারণে দেশ-বিদেশের প্রায় সব পর্যটনকেন্দ্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অস্থায়ীভাবে বন্ধ। অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটি ছড়িয়ে পড়া বন্ধ করতে দেশের ও বিশ্বের অনেক জায়গাতেই বন্ধ রয়েছে ফুডকোর্টও।
তবে, সুরক্ষিতভাবে ঘরে থেকেও জাদুঘর ও থিয়েটারের প্রদর্শনী দেখা যেতে পারে। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি ও লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম অনলাইনে তাদের প্রদর্শনী দেখার সুযোগ করে দিচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এতে আরও উল্লেখ করা হয়েছে অনলাইনে ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে ডিজনি ওয়ার্ল্ড ও ডিজনিল্যান্ডের মতো থিমপার্কও দেখা যাবে। ঘরে বসেই উপভোগ করা যাবে পার্কের জাদু।
ঘরে বসেই বিভিন্ন দর্শনীয় স্থান উপভোগ করতে গুগলের আর্টস অ্যান্ড কালচার নতুন জগত উন্মুক্ত করেছে। ইনসাইডার ডটকম জানিয়েছে, এর মাধ্যমে তাজমহল, আইফেল টাওয়ার, সিডনি অপেরা হাউসসহ আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন।
আরও পড়ুন: ঘরে থাকুন, সুস্থ থাকুন: পরিষ্কার রাখুন ব্যবহার্য জিনিসপত্র
Comments