নিজের সময়ের সেরা পাঁচ ব্যাটসম্যান বেছে নিলেন স্টেইন

২০০৪ সালে অভিষেকের পর থেকে গতির ঝড় তুলে অনেক ব্যাটসম্যানের বুক কাঁপিয়েছেন ডেল স্টেইন। আবার অনেক ব্যাটসম্যান কঠিন সময়ও দিয়েছেন তাকে। এদের মধ্যে সেরা কারা? দক্ষিণ আফ্রিকান পেসার বেছে নিলেন পাঁচজনকে।
Dale Steyn
ফাইল ছবি: এএফপি

২০০৪ সালে অভিষেকের পর থেকে গতির ঝড় তুলে অনেক ব্যাটসম্যানের বুক কাঁপিয়েছেন ডেল স্টেইন। আবার অনেক ব্যাটসম্যান কঠিন সময়ও দিয়েছেন তাকে। এদের মধ্যে সেরা কারা? দক্ষিণ আফ্রিকান পেসার বেছে নিলেন পাঁচজনকে।

স্টেইন এ যাবত যাদেরকে বল করেছেন তাদের মধ্যে থেকে সেরা অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ভারতের শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ইংল্যান্ডের কেভিন পিটারসন ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

টুইটারে এক ভক্ত স্টেইনের কাছে জানতে চান, তার খেলা সেরা ব্যাটসম্যান কে? উত্তরে প্রোটিয়া পেসার জানান, ‘পন্টিং ছিল সুপ্রিম। শচিন ছিল অনেকটা দেওয়াল। দ্রাবিড়, গেইল, কেপি প্রত্যেকেই দুর্দান্ত ছিল।’

আরেক ভক্ত স্টেইনের কাছে জানতে চান বর্তমান সময়ে খেলা কোন পেসারের বোলিং অ্যাকশন সবচেয়ে নিখুঁত? এক্ষেত্রে স্টেইনের প্রথম পছন্দে স্বদেশী কাগিসো রাবাদা, ‘রাবাদা সবচেয়ে মসৃণ ও সহজ অ্যাকশন নিয়ে গতি তুলতে পারে। ওর কাছাকাছি থাকবে প্যাট কামিন্স।’

৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার গেল বছর অবসর নিয়েছেন লাল বলের সংস্করণ থেকে। চোখ ধাঁধানো বোলিং গড় (২২.৯৩) ও দুর্দান্ত স্ট্রাইকরেট (৪২.৩) প্রমাণ করে স্টেইন কতটা আতঙ্ক ছড়িয়েছেন বাইশ গজে। ১২৫ ওয়ানডেতে ১৯৬ ও ৪৭ টি-টোয়েন্টিতে ৬৪ উইকেট নেওয়া এই পেসার চালিয়ে যাচ্ছেন সীমিত পরিসরের ক্রিকেট।

বারবার চোটগ্রস্থ ৩৬ পেরুনো স্টেইনের সামনে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ। কিন্তু করোনাভাইরাসে সব কিছু অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় বয়সের কারণে তিনিও আছেন ক্যারিয়ার নিয়ে শঙ্কায়।

Comments