রংপুরে সাড়ে ৬ হাজার লিটার টিসিবির তেল জব্দ, আটক ২

রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ৬,৪৮০ লিটার টিসিবির ভোজ্যতেল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
রংপুরের রবার্টসনগঞ্জের একটি গুদাম থেকে ৬,৪৮০ লিটার টিসিবির ভোজ্যতেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ৬,৪৮০ লিটার টিসিবির ভোজ্যতেল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বিকেলে এরফান হাসান সুমন নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।

জানা যায়, ওই এলাকার ওএমএস ডিলার হারুন অর রশিদের ছেলে নয়ন পারভেজ (৩৬) ও রাজীব হাসান (৩৪), ব্যবসায়ী সুমনের গোডাউনে তেল মজুত করে রেখেছিলেন। এদের মধ্যে নয়ন টিসিবির তালিকাভুক্ত ডিলার।

পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে রাজীব ও নয়ন পালিয়ে যায়। অবৈধভাবে গোডাউনে তেল রাখার কারণে এরফান হাসান সুমন ও ওএমএস ডিলার হারুন অর রশিদকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Comments

The Daily Star  | English
BNP leader, BNP Vice Chairman Shahjahan Omar

BNP expels Shahjahan over AL nomination

Earlier today, Shahjahan said he resigned from BNP and got the nomination from the ruling Awami League

1h ago