সুনামগঞ্জ-সিলেটের হাওরে আকস্মিক বন্যার আশঙ্কা

উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের মেঘালয় ও আসামে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাসের সঙ্গে ভাটি অঞ্চলের আগাম আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে আজ এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ১৭ থেকে ২০ এপ্রিল ভারী বর্ষণে সুনামগঞ্জ ও সিলেটের হাওরাঞ্চলে আগাম আকস্মিক বন্যা হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, ‘১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ভারতের মেঘালয় ও আসামের বরাক অববাহিকায় ১৫০ থেকে ২৫০ মিলিমিটার এবং ত্রিপুরা অববাহিকায় ১০০ থেকে ১২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের উত্তর-পূর্বাঞ্চলেও বৃষ্টিপাত হবে।’
তিনি বলেন, ‘এর ফলে মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোতে পানি বাড়বে এবং ছোট নদীগুলোর পানি পাহাড়ি ঢলের কারণে বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সুনামগঞ্জ ও সিলেটের হাওরাঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে।’
এ সতর্কতা অনুযায়ী হাওরের ফসল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আজ (সোমবার) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বৃষ্টি ও বন্যা পূর্বাভাস জানিয়ে জেলার হাওরাঞ্চলের বোরো ধান অতিদ্রুত কাটার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
Comments